Home / বিশেষ সংবাদ / ফেসবুক-ছেলের বিয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে পাড়ি দিলেন নারী
ফেসবুক-ছেলের বিয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে পাড়ি দিলেন নারী

ফেসবুক-ছেলের বিয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে পাড়ি দিলেন নারী

মা-ছেলের সম্পর্ক একটি রক্তিয় সম্পর্ক। নাড়ির বন্ধন না থাকলেও যুগে যুগে ভিন্ন দেশের, ভিন্ন পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও দুজন মানুষের মধ্যে এ সম্পর্ক গড়ে উঠেছে। নানা উপায়ে মা ও ছেলের সম্পর্ক গড়ে উঠার কথা আমরা শুনে এসেছি।

কিন্তু হয়তো আপনি কখনই ফেসবুকের মাধ্যমেও মা-ছেলের সম্পর্ক গড়ে উঠার কথা শুনেননি।

শুধু ফেসবুকের মাধ্যমে গড়ে উঠা মা-ছেলের সম্পর্কের কথাই শুনবেন না। জানবেন কীভাবে সুদূর যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসে এক নারী তাঁর ফেসবুক ছেলের বিয়েতে যোগ দিয়েছেন।

চার বছর আগে মাকে হারানোর পর ফেসবুকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ৬০ বছর বয়সী ডেবোরাহ মিলারের সঙ্গে পরিচয় হয় ভারতের উত্তর প্রদেশের গোরাখপুর শহরের কৃষ্ণ মোহন ত্রিপতির (২৮)।

তারা কথা বলা শুরু করেন। কৃষ্ণ তাঁর জীবন সম্পর্কে মিলারকে জানান। একপর্যায়ে নিসন্তান এই নারী কৃষ্ণকে ছেলে বলে সম্বোধন করা শুরু করেন। এভাবেই তাঁদের মধ্যে মা-ছেলের সম্পর্ক গড়ে উঠে।

কৃষ্ণ গত ২৯ জানুয়ারি বিয়ের আমন্ত্রণ জানালে তাঁর ফেসবুক-মা তাঁকে প্রত্যাখ্যান করতে পারেননি। তিনি সুদূর যুক্তরাষ্ট্র থেকে ভারতে চলে আসেন বিয়েতে যোগ দিতে। বার্তা সংস্থা আইএনআইর মাধ্যমে ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওচিত্রে মিলার বলেন, ‘সে (কৃষ্ণ)অনেক দিন ধরে পরিকল্পনা করছিল। তাই আমি না এসে পারলাম না।’

এনডিটিভি জানিয়েছে, লাল-হলুদ রঙের ঐতিহবাহী শাড়ি পরে মিলার কৃষ্ণের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। আবেগে আপ্লুত মিলার বলেন, ‘এখানে আমি কেমন আপ্যায়ন পেয়েছি, তা ভাষায় প্রকাশ করতে পারব না।আমি এখানে এসে খুব খুশি।’

মিলার আশীর্বাদের সঙ্গে ছেলে কৃষ্ণ ও তাঁর স্ত্রীকে ২৫ লাখ রুপি মূল্যের গয়না ও ব্রিটেনের এক নিলাম ঘর থেকে কেনা ১২৫ বছরের পুরোনো আংটি উপহার দিয়েছেন। ডেইলি মেইলকে কৃষ্ণ বলেন, ‘মা আমাদের যুক্তরাষ্ট্রে যেতে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরা খুব শিগগিরই সেখানে যাব।’

নিউজ ডেস্ক : : আপডেট ১২:২৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার
ডিএইচ