বুধবার, ১০ জুন ২০১৫ ০১:৫৫ অপরাহ্ন
তথ্যপ্রযুক্তি ডেস্ক :
তথ্য-প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে এর অপব্যবহারও বাড়ছে। সাম্প্রতিক সময়ে ফেসবুকের এর নেতিবাচক একটি প্রভাব খুবই চোখে পড়ছে। মাঝে-মধ্যেই আপনি দেখছেন, আপনার কোনো বন্ধুর এ্যাকাউন্ট থেকে পর্ন লিঙ্ক পোস্ট করা হচ্ছে। আপনি হয়ত তাকে ফোন করে বা মেসেজ দিয়ে জানাচ্ছেন, ‘ফেসবুকে এ সব কী করছ?’ বন্ধুটি জানাচ্ছেন, ‘না, আমি তো তেমন কিছু করিনি।’ আসলেই তিনি কিছু করছেন, তার আইডিটি হ্যাক হয়ে অন্যের নিয়ন্ত্রণে যাওয়ায় এমনটি হচ্ছে। অন্য কেউ এটা করছেন।
কিছুদিন পর আপনিও ওই বন্ধুটার মতো বাজে পরিস্থিতিতে পড়তে পারেন। তখন আপনি কী করবেন, কিংবা এ পরিস্থিতি থেকে বন্ধুকে উত্তরণের পথ কীভাবে বাৎলে দেবেন। সেটা জেনে নিন :
আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা?
আপনি যত বার ফেসবুকে লগ-ইন করেন, তত বারই ফেসবুকে সেই সেশনটা নোট করা হয়। যেমন আপনি কোথা থেকে প্রোফাইল খুলেছেন, কখন খুলেছেন ইত্যাদি। দেখার জন্য প্রথমে Settings-এ ক্লিক করুন। সেখান থেকে Account Settings> Security> Where You’re Logged In. এখানেই আপনি যাবতীয় ইনফো পাবেন। যদি দেখেন আপনি ওই একই সময়ে লগ-ইন করেননি তবে বুঝবেন আপনার এ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে বা হ্যাক করা হয়েছে। এর পর যা যা করবেন…
পাল্টে ফেলুন পাসওয়ার্ড
হ্যাক হয়েছে বুঝতে পারলেই পাসওয়ার্ডটি সবার আগে পাল্টে ফেলুন। যদি হ্যাকার আপনার পাসওয়ার্ড পাল্টে দিয়ে থাকে তবে লগ-ইন করতে পারবেন না। সে ক্ষেত্রে Forgot Password-এ ক্লিক করে ইমেলে জেনারেটেড পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে তার পর পাসওয়ার্ড পাল্টান। পাসওয়ার্ড পাল্টাতে হবে এভাবে : Account Settings> General> Password.
ফেসবুককে জানান
এমন পরিস্থিতির শিকার হলে, সবার আগে ফেসবুককে জানান যে আপনার এ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। জানানোর প্রক্রিয়া : যে ব্রাউজারে আপনার এ্যাকাউন্ট লগ-ইন করছেন সেখানেই অন্য ট্যাব খুলে টাইপ করুন Facebook Help Center. যে পেজটি খুলবে সেখানে Security-র মধ্যে সবার উপরে Hacked Accounts ট্যাবের মধ্যে অনেকগুলি অপশন রয়েছে। যেটি সব থেকে ঠিক মনে হবে সেটি ক্লিক করে ফেসবুককে রিপোর্ট করুন।
ড্যামেজ কন্ট্রোল
প্রথমে ফেসবুককে জানালেন, এরপর বন্ধুদের জানান যে আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। যদি প্রত্যেককে আলাদা করে জানাতে না পারেন, তবে নিজের ওয়ালে লিখে পোস্ট করেন। লিখুন : যদি আমার এ্যাকাউন্ট থেকে কোনোও খারাপ পোস্ট চোখে পড়ে বা কোনোও লিঙ্ক চোখে পড়ে তাতে আপনারা ক্লিক না করে সেটা ব্লক করে ফেসবুকের কাছে Report Spam করেন।’ এ ভাবে যতটা সম্ভব সকলকে সতর্ক বার্তা দিন।
সন্দেহজনক এ্যাপ ডিলিট করুন
ফেসবুকে আমরা অনেক সময় বিভিন্ন লিঙ্কে ক্লিক করে যখন কোনোও এ্যাপ খুলি, তখন আপনাআপনিই সেটা এ্যাকাউন্টের এ্যাপ লিস্টে যোগ হয়। এই অ্যাপ থেকেও অনেক সময় আমাদের ব্যক্তিগত ইনফো (তথ্য) পাচার হয়, এতে হ্যাকারদের সুবিধা হয়। ফলে সন্দেহজনক কোনো এ্যাপ দেখলেই সেটা ডিলিট করে দেন।
কীভাবে ডিলিট করবেন : Account Settings> Apps. এখানে এ্যাপ লিস্ট দেখতে পাবেন। সেখানে Show All করে ভালো করে দেখুন। যেটা ডিলিট করা হবে, মাউস পয়েন্টার সেখানে নিয়ে যান, সেখানেই ‘X’ চিহ্ন দেখতে পাবেন। সেটায় ক্লিক করলেই তা ডিলিট হয়ে যাবে।
সতর্কতা
যদি এমন ঘটনা ঘটে তার পর অবশ্যই সতর্ক হয়ে যান। কোনও অচেনা অজানা লোকের কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এ্যাকসেপ্ট করবেন না। যদি বর্তমান ফ্রেন্ড লিস্টে কোনো সন্দেহভাজন থাকেন, তাকে রিমুভ করুন। একথা তো ঠিক— দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তাই সতর্কতার মাইর নেই।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।