ফেসবুকে বর্তমানে ভুয়া বা ফেইক একাউন্টের সংখ্যা ২৭ কোটি বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
সারাবিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ যোগাযোগ মাধ্যমের বর্তমানে ২০০ কোটিরও বেশি। এর মধ্যে প্রায় দশ শতাংশ ভুয়া বলে সনাক্ত করেছে তারা।
যদিও ফেসবুক ভুয়া অ্যাকাউন্ট বন্ধে বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তবু এখনো অনেক অ্যাকাউন্ট রয়ে গেছে। ধীরে এগুলোও সনাক্ত করা হবে বলে জানিয়েছে তারা।
ফেসবুক জানিয়েছে এইসব অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরণের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়। যা নৈমিত্তিক ব্যবহারকারীদের বিভ্রান্ত করে।
সম্প্রতি ফেসবুকের তৃতীয় প্রান্তিক আয়ের হিসাব প্রকাশিত হয়েছে। এ বছর তারা অন্য যেকোনবারের তুলনায় বেশি আয় করেছে যার মূল্যমান- ১ হাজার কোটি ডলার। ফেসবুকের আয়ের ৯৮ শতাংশ আসে বিজ্ঞাপন থেকে। (সূত্র: এভি-ক্লাব, অবজারভার)
নিউজ ডেস্ক
: আপআপডেট, বাংলাদেশ ১২ : ২৫ পিএম, ৬ নভেম্বর, ২০১৭ সোমবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur