চাঁদপুরের কচুয়ায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১৩তম গ্রেড বাস্তবায়নে উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা মো. আনোয়ার উল্লাহ কতৃক শিক্ষক প্রতি ৫শ টাকা ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় হিসাব রক্ষক কর্মকর্তা আনোয়ার উল্লাহ শিক্ষকদের কাছ থেকে সরাসরি টাকা গ্রহণ করে নিজ পকেটস্থ করছেন।
ভিডিওটি বাংলাদেশ জার্নাল নামের ফেইসবুক পেইজে ভাইরাল হলে হিসাব রক্ষক বিভাগের উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি গোচর হয়।
১৯ ঘণ্টার ব্যবধানে অভিযুক্ত হিসাব রক্ষক কর্মকর্তাকে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সাল্লায় উপজেলায় বদলি করা হয়। কচুয়া উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা হিসাবে পাশ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার হিসাব রক্ষক কর্মকর্তা মিজানুর রহমানকে চলতি দায়িত্ব (অতিরিক্ত) প্রদান করা হয়।
৩১ মে সোমবার সন্ধ্যায় অভিযুক্ত হিসাব রক্ষক কর্মকর্তা আনোয়ার উল্লাহ সদ্য যোগদানকৃত মিজানুর রহমানের নিকট দায়িত্ব বুঝিয়ে দেন।
স্টাফ করেসপন্ডেট,১ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur