সারাদেশ

ফেসবুকে পরিচয়ে বিয়ে, স্বীকৃতি পেতে থানায় তরুণী

ফেসবুকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঈমাম হোসেন ইমু (২২) সাথে পরিচয় হয় তরুণীর। সে পরিচয় প্রেমে গড়িয়ে তিন বছর পর বিয়ে। আর সেই বিয়ের স্বীকৃতি না পেয়ে অবশেষে থানায় আশ্রয় নিয়েছেন বরগুনার এক তরুণী।

২৮ জানুয়ারি বৃহস্পতিবার হাতীবান্ধা থানায় সকালে ১০টা থেকে ওই তরুণী বিয়ের স্বীকৃতি চেয়ে অবস্থান নেয়। পরে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

পুলিশ জানান, তিন বছর আগে ফেসবুকে বরগুনা সদর উপজেলা চর কলোনী এলাকার ওই তরুণীর সঙ্গে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা টংভাঙ্গা এলাকার ইব্রাহিম হোসেন খলিফার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঈমাম হোসেন ইমুর (২২) পরিচয় হয়।

পরিচয় থেকে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত সেপ্টম্বর মাসে মেয়ের খালার বাড়ি বরিশালে তাদের বিয়ে হয়। ছয় মাস সংসার করার পর তাদের মাঝে দূরুত্ব সৃষ্টি হয়। পরে তরুণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ওই তরুণীর জানান, বিয়ে করে আমরা ৫ মাস ধরে ঢাকায় একটি বাসা ভাড়া নিয়ে সংসার করি। দুই মাসপর পেটে বাচ্চা এলে ঈমাম হোসেন ইমু একটি ক্লিনিকে নিয়ে গিয়ে গর্ভপাত করান। এ সুযোগে আমাকে একা রেখে সে গ্রামে বাড়ি টংভাঙ্গায় পালিয়ে যান।

তিনি আরও বলেন, স্বামীর সন্ধান না পেয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামে এসে ঈমাম হোসেন ইমু বাড়িতে উঠি। তার বাবা ইব্রাহিম হোসেন খলিফা ওই মেয়েকে বাড়িতে জায়গা না দিয়ে তার বড় ছেলের বাড়িতে রাখেন।

এরপর আমাকে মারধর ও হত্যার হুমকিসহ অমানবিক নির্যাতন চালায় স্বামী ঈমামসহ তার পরিবারের লোকজন। এসময় তারা আমার কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে না পারলে নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। এতে অসুস্থ হয়ে পড়লে ঈমাম হোসেন কৌশলে বরগুনার বাড়িতে রেখে যান।

তিনি আরও বলেন, আমার বিয়ে স্বীকৃতি চাই। আইনের কাছে বিচার চেয়ে থানায় আশ্রয় নিয়েছি।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা কক্ষ, ২৯ জানুয়ারি ২০২১

Share