ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির থেকে লাভা উদগিরণের মাত্রা বেড়ে গেছে অনেকটাই। এ কারণে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) এ কথা জানিয়েছে।
বিএনপিবি জানায়, আগ্নেয়গিরির আশপাশ দিয়ে সকল ফ্লাইটের পথ পরিবর্তন করে দেয়া হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট ৫ কিলোমিটার এলাকায় সব ধরনের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। ক্রাকাতাউ আগ্নেয়গিরির লাভা উদগিরণের মাত্রা বাড়ছে।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় গত শনিবার ক্রাকাতাউ আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ফলে ভয়াবহ সুনামি আঘাত হানে। এতে অন্তত ৪৩০ জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছে অসংখ্য মানুষ। এ ছাড়া অনেকেই নিখোঁজ রয়েছে।সূত্র : বিবিসি
বার্তাকক্ষ
২৭ ডিসেম্বর ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur