করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকেই বড়স্টেশন মোলহেডে দর্শনার্থীর প্রবেশ নিষেধ করে চাঁদপুর জেলা প্রশাসন। চাঁদপুরে লকডাউন শিথীল হওয়ার পর থেকে মোলহেডে দর্শনার্থীরা প্রবেশ শুরু করে।
এরপর চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশ হলে জেলা প্রশাসনের নজরে পড়ে। তখন জেলা প্রশাসনের পক্ষ থেকে পরদিনই মোলহেডে বাসদিয়ে লকডাউন করা হয়। কিন্তু সাধারণ জনগণ তা কিছুতেই মানছে। প্রতিদিন শত শত দর্শনার্থী সেখানে ভিড় জমায়।
এদিকে আজ শুক্রবার দুপুর থেঞকে বিকেল পর্যন্ত মোলহেডে সহস্রাধিক দর্শনার্থীদের বেপরোয়া ভাবে ঘুরা ফেরা করতে দেখা যায়। বিশেষ করে অনেকেরই মুখে ছিলো না মাস্ক।
দ্রুত মোলহেড নিয়ন্ত্রন না হলে করোনার প্রভাব বৃদ্ধি পাওয়ার আশংকা করছেন সচেতন নাগরিক।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,১৭ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur