Home / আবহাওয়া / ফের দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ
weather-winter
প্রতীকী ছবি

ফের দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ

ফের দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। কোথাও কোথাও বেড়েছে শীতের তীব্রতা। এই অবস্থায় দেশের বেশ কিছু অঞ্চলে রয়েছে বৃষ্টির আভাসও। আবহাওয়াবিদরা বলেছেন, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে নামতে পারে বৃষ্টি।

ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা,চাঁদপুর,নোয়াখালী, খুলনা, বরিশাল অঞ্চলে গুঁড়িগুঁড়ি বা হালকা আকারে বৃষ্টি পড়তে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। ফলে উত্তর ও উত্তর-পশ্চিম অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যহত থাকতে পারে।

তেঁতুলিয়াতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। বুধবারও তেঁতুলিয়াতে সর্বনিন্ম তাপমাত্রা ছিল, ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বার্তা কক্ষ,২৫ ডিসেম্বর ২০১৯