চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের নিবেদিতপ্রাণ ভলান্টিয়ারবৃন্দের পরিচালনায় ২২ অক্টোবর,বৃহস্পতিবার আবারো চালু হলো “সততা স্টোর “।
করোনাকালীন লকডাউনের সময় প্রায় ৩ মাস অত্যন্ত সুনামের সাথে হ্রাসকৃত মূল্যে এ কার্যক্রমটি জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে পরিচালিত হয়েছিল।
এখন আবার কিছু কিছু নিত্যপণ্য বিশেষ করে আলু, পেঁয়াজ, চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা দেখা দেওয়ায় জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান স্যারের নির্দেশনায় আবারও “সততা স্টোর ” চালু করা হলো।
এখানে আজ থেকে আলু,পেঁয়াজ, চাল, ডাল, তেল, চিনি,লবণ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রি বাজার মূল্যের চেয়ে হ্রাসকৃত মূল্যে পাওয়া যাবে।
আজ প্রথম দিন চালু হবার পর সকাল থেকেই “সততা স্টোর” এ সাধারণ মানুষের ব্যাপক ভীড় পরিলক্ষিত হয়।
এ স্টোর পরিচালনার সার্বিক সমন্বয়কের কাজটি করছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। তাকে সহযোগিতা করছেন নেজারত ডেপুটি কালেক্টর মেহেদী হাসান মানিক। আর জেলা প্রশাসনের ভলান্টিয়ারবৃন্দ এখানে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন।
স্টাফ করেসপন্ডেট,২৩ অক্টোবর ২০২০