চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ০৯:৫২ অপরাহ্ণ, ০২ সেপ্টেম্বর ২০১৫, বুধবার
রাষ্ট্রীয় কোষাগার থেকে ভুয়া মুক্তিযোদ্ধারা যেসব সুযোগ-সুবিধা নিয়েছেন তা ফেরৎ নেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সুবিদ আলী ভূঁইয়ার সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এ সময় মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নতুন সংজ্ঞা তৈরি করা হবে। যারা সরাসরি যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধে যেসব চিকিৎসক-নার্স সেবা দিয়েছেন, মুজিবনগর সরকারের কর্মচারী, যারা সম্ভ্রম হারিয়েছেন-তারা মুক্তিযোদ্ধার তালিকায় আসবেন।’
তিনি বলেন, ‘যার নাম মুক্তিযোদ্ধার তালিকায় নেই। অথচ তিনি মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মান নিয়েছেন। এমন সুনির্দিষ্ট তথ্য দিলে ব্যবস্থা নেয়া হবে।’
সরকারি দলের সদস্য নাভানা আক্তারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অতীতে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা হয়নি। অমুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হয়েছে। এটা জাতির জন্য লজ্জার। ১৯৯৬ সালে যথার্থ একটি তালিকা হয়েছিল। কিন্তু চার দলীয় জোট ক্ষমতায় এসে বিধি লঙ্ঘন করে অবৈধভাবে ৪৪ হাজার লোকের তালিকা তৈরি করেছিল।’
তিনি আরো বলেন, ‘একবার তালিকা তৈরি হয়ে গেলে বাদ দেয়ার প্রক্রিয়া আছে। তদন্ত করতে হয়। তালিকাভুক্ত করা যত সহজ, বাদ দেওয়া তত কঠিন। পর্যায়ক্রমে আইনানুগভাবে তদন্ত করে মুক্তিযোদ্ধার তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাদ দেয়া হবে। ইতিমধ্যে অনেককে বাদ দেয়া হয়েছে। সম্প্রতি আদালতে একটি রিট আবেদন হওয়ায় আপাতত এ প্রক্রিয়া স্থগিত আছে।’
তিনি আরো বলেন, ‘সরকারি কর্মকর্তাদের মধ্যে যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে জন প্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং অন্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলার মাধ্যমে ব্যবস্থা নেয়া হয়ে থাকে।’
অপর এক প্রশ্নে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে বর্তমানে ১৭টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। চলতি অর্থবছরের আগস্ট পর্যন্ত এসব প্রতিষ্ঠান থেকে ২ কোটি ৪২ লাখ টাকা আয় হয়েছে।’
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur