চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিসের হরিণাঘাট এলাকায় ফেরি থেকে নদীতে পড়ে গেছে পণ্যবাহী একটি ট্রাক। শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
রোববার সকাল থেকে চলছে উদ্ধার অভিযান।তবে এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার প্রানে বেঁচে যায়।দুর্ঘটনার পর থেকে হরিণা ফেরিঘাটের এক নাম্বার ঘাট বন্ধ রয়েছে। সকাল সাড়ে আটটার পর থেকে স্থানীয় ডুবুরি দিয়ে নদীতে ডুবে যাওয়া ট্রাকের সন্ধান চালাতে অভিযান চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লোহার পাইপবোঝাই একটি ট্রাক শনিবার রাতে কামিনী নামে ফেরিতে উঠে। ফেরিটি পন্টুন ত্যাগ করার পরপরই এই দুর্ঘটনা ঘটে। এসময় ফেরিতে আরো কয়েকটি পণ্যবাহী ট্রাক ছিল।
রাতে এ দূর্ঘটনা ঘটলেও ফেরি চলাচল কর্তৃপক্ষের কাউকে সকাল আটটা পর্যন্ত ঘটনাস্থলে পাওয়া যায়নি। তারপর সেখানে উপস্থিত হন, বিআইডব্লিউটিএসি’র ফেরি ম্যানেজার মো. তুষার।
ট্রাকের চালক জাহাঙ্গীর জানান, চট্টগ্রাম বন্দর থেকে খুলনায় যাচ্ছিলেন তিনি। এতে বড় আকৃতির ৯টি পাইপ ছিল।
চাঁদপুর বিআইডব্লিউটিএর কর্মকর্তা মোঃ কায়সারুল আলম জানায়, সকাল থেকে উদ্ধার কাজ চলমান রয়েছে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট