ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে চাঁদপুর-শরিয়তপুর নৌ-রুটের ফেরি চলাচল। কুয়াশায় অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে গভীর রাতে ফেরী চলাচল বন্ধ রাখায় এই বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। এতে তীব্র শীতে দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘ সময় নদীপাড়ে আটকে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের।
জানা গেছে, ঘন কুয়াশার কারণে বুধবার রাত ১২টার দিকে মেঘরার পশ্চিম পাড়ের নরসিংহপুর-হরিণা ঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে দুই পাড়ে ট্রাকসহ শতাধিক যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়।
বিআইডব্লিউটিসির হরিনা ফেরিঘাটের কর্মকর্তা তুশার চাঁদপুর টাইমসকে জানান , ঘন কুয়াশার কারণে সমস্যা হওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার রাত ১২টায় ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়। এ রুটে ৭টি ফেরী রয়েছে, মেরামতের জন্য ৩ টু ফেরী ডকে নেওয়া হয়েছে। বর্তমানে এই রুটে ছোট-বড় ৪টি ফেরি চলাচল করছে। কমেছে পারাপারের জন্য অপেক্ষমান যানবাহনের জট।
উল্লেখ: দেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সাথে সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুট। এই নৌ-রুটে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনি, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ আশপাশের জেলার অধিকাংশ মালামাল ও গণপরিবহন চলাচল করে। পদ্মা-মেঘনা নদীর খরস্রোত ও প্রাকৃতিক দুর্যোগ ছাড়া এই রুটে ২৪ ঘন্টা ফেরি চলাচল করে।
চট্টগ্রাম থেকে চাঁদপুর অংশ পর্যন্ত সড়ক ব্যবস্থা নিরাপদ থাকার কারণে যানবাহন চলাচল দিন দিন বাড়ছে। এই ঘাটে ৭টি ফেরিতে প্রতিদিন পারাপার হয় প্রায় ৮ শতাধিক গাড়ী।
ঘন কুয়াশার কারণে শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুরের হরিণা ঘাটের পাশাপাশি, মঙ্গলমাঝির ঘাট-মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র শীতে দুর্ভোগ পোহাচ্ছেন দীর্ঘ সময় নদীপাড়ে আটকে থাকা যাত্রী ও যানবাহনের চালকরা।
জানা গেছে, ঘন কুয়াশার কারণে বুধবার রাত ২টার দিকে নরসিংহপুর-হরিণা ঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ট্রাকসহ শতাধিক যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়।
এদিকে ঘন কুয়াশার কারণে মঙ্গলমাঝির ঘাট-শিমুলিয়া নৌরুটে বুধবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল মোমেন চাঁদপুর টাইমসকে জানান, ঘন কুয়াশার কারণে সমস্যা হওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার রাত ২টায় ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই রুটে ছোট-বড় ৭টি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসির মঙ্গলমাঝির ঘাটের টার্মিনাল সুপারিনটেন্ডেন্ট মোস্তফা কামাল চাঁদপুর টাইমসকে জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বুধবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই রুটে ৫টি ফেরি চলাচল করছে।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৪ জানুয়ারি ২০২২