শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।
মো. ইকবাল বলেন, ‘ভোর রাতের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়।
ঘন কুয়াশা কেটে যাওয়াও ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।’
তিনি আরো জানান, এখন পূর্বের নিয়মে ফেরি চলাচল করছে। বর্তমানে এই নৌ-রুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে।
চাঁদপুর টাইমস ডেস্ক/
১ জানুয়ারি ২০২৬