মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে যাত্রীদের চাপাচাপিতে আনছার মাদবর (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ৩ নং ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনছার মাদবর শরিয়তপুরের নড়িয়া উপজেলা কালিকা প্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাদবরের ছেলে।
পুলিশ ও ঘাট সূত্রে জানা গেছে, তিন নং ফেরিঘাটে শাহ পরান নামের রোরো ফেরিটি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে আনছার মাদবর যাত্রীদের চাপে অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, ছেলেটি নামার সময় ভিড়ের চাপে অসুস্থ হয়ে মারা গেছে।
বার্তা কক্ষ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur