চাঁদপুর

চাঁদপুরে অসহায়দের পাশে দাঁড়ালো ফেরদৌস মোর্শেদ জুয়েল

মহামারী করোনা পরিস্থিতিতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ঘরবন্দি অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের দ্বার প্রান্তে নিরবেই উপহার নিয়ে হাজির হচ্ছেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েল।

গত ক,দিন ধরে তিনি তার নিজ অর্থায়নে এমন উপহার পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে। জানা গেছে, তিনি রাতের আঁধারে ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি জনসচেতনতার লিফলেট বিতরণ করেন।

উপহার গ্রহণকারী কয়েকজন জানান, আমরা মধ্যবিত্ত বলে আমাদের খবর কেউ রাখেনি। লজ্জায় চাইতে পারিনি কারও কাছে। চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জুয়েল ভাই নীরবে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ধন্যবাদ জানাই তাকে।

জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েল জানান, জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মধ্যবিত্ত ও নিম্নআয়ের ২৫০টি পরিবারের মাঝে নিজের সাধ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

মহামারি করোনা ভাইরাসে থেমে আছে বাংলাদেশ। ঘরবন্দি নিম্ন আয়ের অনেক মানুষ। বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

প্রতিবেদক : কবির হোসেন মিজি, ২৬ এপ্রিল ২০২০

Share