Zahidur Rahman Tairk:
ঝিনাইদহের কালীগঞ্জে ১২ বোতল ফেন্সিডিলসহ রতœা খাতুন (২৪) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার বারোবাজার থেকে তাকে আটক করা হয়।
বারোবাজার ক্যাম্পের আইসি আকিনুর রহমান জানান, ফেন্সিডিল বিক্রির গোপন সংবাদ পেয়ে তিনি বারোবাজারের মহিষাহাটি গ্রামে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। সেখানে ফেন্সিডিল বিক্রির সময় মহিষাহাটি গ্রামের কেরামত আলীর মেয়ে রতœা খাতুন কে আটক করা হয়। তার কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন চাঁদপুর টাইমসকে জানান, ফেন্সিডিল বিক্রির সময় ১২ বোতলসহ তাকে আটক করা হয়। মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আটককৃত মহিলা মাদক ব্যবসায়ী কে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur