চাঁদপুরে ৫০ বোতল ফেন্সিডিলসহ পাগলা সোহেল আটক

চাঁদপুরে ৫০ বোতল ফেন্সিডিলসহ মোঃ সোহেল খান অরফে পাগলা সোহেল (৩৬) কে আটক করেছে সদর মডেল পুলিশ।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুর সদর মডেল থানাধীন পৌরসভাস্থ ১৪নং ওয়ার্ডের দক্ষিন শিলন্দিয়া দিঘিরপাড় খান বাড়ির সামনের পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

আটক পাগলা সোহেল চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের দক্ষিন শিলন্দিয়া দিঘিরপাড় খান বাড়ির মৃত. মজিবুর রহমান খানের ছেলে। এর পূর্বে চাঁদপুরে প্রাইভেটকারে করে পাগলা সোহেলের আসা ফেন্সিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনী তার সহযোগীকে আটক করে বলে স্থানীয়রা জানায়।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের দক্ষিন শিলন্দিয়া দিঘিরপাড় খান বাড়ির সামনে চাঁদপুর সদর মডেল থানার এসআই ইকবাল হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী পাগলা সোহেলকে ৫০ পিস ফেন্সিডিলসহ আটক করে থানায় নিয়ে আসে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

স্থানীয়রা জানায়, পাগলা সোহেল দীর্ঘদিন যাবত বাবুরহাটসহ আশপাশের বিভিন্ন স্থান থেকে আসা মাদকসেবীদের কাছে ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করতো। কয়েকবার সে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও জেল থেকে বের হয়ে প্রকাশ্যে আবার মাদক ব্যবসায় পরিচালনা করে থাকে। তার আটকের খবর শুনে এলাকায় স্থানীয়দের মাঝে স্বস্থি ফিরে আসে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদ জানায়, আটক আসামীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ১ মার্চ ২০২২

Share