২০২৪-২০২৫ অর্থ বছরে মাঠ পর্যায়ে সাধারন মানুষের সেবা সংক্রান্ত বিষয়ে বিশেষ ভূমিকা রাখায় ফেনী জেলায় শ্রেষ্ঠ সার্ভেয়ার হিসেবে সম্মাননা পেলেন চাঁদপুরর কচুয়ার কৃতি সন্তান মো. ইয়াছিন হোসেন পাভেল। তিনি শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত হওয়ায় তাকে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম সম্মাননা তুলে দেন। ইয়াছিন পাভেল বর্তমানে ফেনী জেলার পরশুরামপুর উপজেলার ভূমি অফিসে সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দিসেবে কাননগো অফিসের দায়িত্ব পালন করছেন। তিনি কচুয়া উপজেলার শিলাস্থান গ্রামের সিরাজুল ইসলামের সুযোগ্য সন্তান। এ উপলক্ষে রবিবার (২৪ আগষ্ট) ফেনী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তার হাতে সম্মাননা তুলে দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক, উর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন্ন নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার, কাননগো, সার্ভেয়ার বৃন্দসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়ায় শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত হওয়া ইয়াছিন হোসেন পাভেল বলেন, চাকরী জীবনের শুরু থেকেই আমি সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। এ পুরষ্কার কাজের আরো গতি বাড়াবে। বিশেষ করে জেলা প্রশাসক মহোদয় আমার কাজের মূল্যায়ন করে শ্রেষ্ঠ সার্ভেয়ার হিসেবে পুরষ্কৃত করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ বিশেষ সম্মাননা প্রাপ্তিতে আমি খুবই আনন্দিত এবং ভবিষ্যতে ভূমি সেবা দানে কাজের গতিশীলতা বাড়াবো। আমার এই সম্মাননা প্রাপ্তি বাবা মা, এলাকাবাসী ও শুভাকাক্সক্ষীদের উৎসর্গ করে ভবিষ্যতে এগিয়ে যেতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
প্রতিবেদক: জিাসন আহমেদ নান্নু, ২৫ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur