ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ফেনসিডিল ও হুইস্কিসহ আটক ১

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সির হাট বাজার সোমবার (২৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বোতল ফেন্সিডিল ও এক বোতল হুইস্কিসহ মাদক ব্যবসায়ী বাচ্চু মিয়া (৪৫)কে আটক করেছে পুলিশ।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান মোল্লার নের্তৃত্বে এসআই সুমন চন্দ্র দাস ও এএসআই বাবুল হোসেন সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযানে চালিয়ে মাদকসহ তাকে আটক করে।

পুলিশ জানায়, আটককৃত মাদক সম্রাট মো.বাচ্চু মিয়ার বাড়ি এ উপজেলার সাচনমেঘ গ্রামে। বাচ্চু দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। সোমবার রাতে পুলিশের হাতে আটক হওয়ার সময় তার কাছ থেকে ১৬ বোতল ফেন্সিডিল ও ১ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, মঙ্গলবার (২৪ এপ্রিল) আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক :আতাউর রহমান সোহাগ
আপডেট, বাংলাদেশ সময় ৮ : ২১ পিএম, ২৫ এপ্রিল ২০১৭, মঙ্গলবার
এজি

Share