সিলেট নগরীর শাহী ঈদগাহ হাজারীবাগ ৪৯ নং বাসার বাসিন্দা পিতা মোঃ আব্দুল কাদির ও মাতা মিনারা খাতুনের প্রথম পুত্র আব্দুল আহাদ‘র সাথে দীর্ঘ ৩ মাস পূর্বে ফেইসবুকের মধ্যে দিয়ে সর্ম্পক হয় আমেরিকার সানথা ক্লেফানিয়ার প্রবাসী মৃত রবাম লিং মেনসিল ও ফ্রানাইসকা গ্রথরিয়াম‘র মেয়ে ইংগ্রিথ জেনিথ‘র সাথে।
তাদের দুজনের ফেইসবুক, স্কাইপ এবং মুঠোফোনে কথা আলাপন হয়। তাদের দুজনের মধ্যে গড়ে উঠে মধুর প্রেমের সর্ম্পক, সেই ধারাবাহিকতায় ভালবাসার টানে অক্টোবর আব্দুল আহাদকে বিয়ের উদ্দেশ্যে সিলেটে আসেন ইংগ্রিথ জেনিথ।
গত রবিবার রাতে তাদের বিবাহ সম্পন্ন হয়। ইংগ্রিথ জেনিথ জানান আহাদের ভালাবাসার টানে বাংলাদেশে এসে তাকে বিয়ে করছেন। আব্দুল আহাদ জানান ভালবাসা মানুষের মনের মধ্যে কখন জন্ম নেয় তা কেউ বলতে পারে না। আমি ইংগ্রিথ জেনিথকে ভালবাসি। তাই তাকে আমার স্ত্রী‘র মর্যাদা দিয়েছি।
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ১১:৫৭ পিএম, ০৭ অক্টোবর ২০১৫, বুধবার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur