চাঁদপুর স্টেডিয়ামে চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (বালক ও বালিকা) অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এ টুর্নামেন্টের সেমি-ফাইনালের খেলাগুলো।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থপানায় এ টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে রয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। সহযোগিতায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস । এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি।
আজ শুক্রবার ৪ জুন বেলা ৩ টায় শুরু হবে ফাইনাল। চাঁদপুর সদর বনাম পৌরসভা (বালক) দল। বেলা ৪ টায় চাঁদপুর পৌরসভা-ফরিদগঞ্জ (বালিকা) ফুটবল দল খেলবে।
আজ সমাপনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (বালক ও বালিকা) অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরণ করেন চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মো.মিলন মাহমুদ,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উপ-পরিচালক মো.আব্দুল্লাহ আল মাহমুদ জামান,অতিরিক্ত জেলা প্রশাসক জামাল উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক অসীম কুমার বণিক,চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারি দুলাল,চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওযান,নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ,চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড.জিল্লুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি,জেলা ক্রীড়া অফিসার মো.তারিকুল ইসলাম,জেলা ক্রীড়াা সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ অন্যান্য ব্যক্তিবর্গ ।
১ জুন থেকে জেলা পর্যায়ে ৮ উপজেলা ও চাঁদপুর পৌরসভার বালক ও বালিকা দল নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে যারা জয়ী হবে তারাই বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে বলে জেলা ক্রীড়া অফিসার জানান।
আবদুল গনি , ৪ জুন ২০২১