ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোঃ জাকির হোসেন প্রধানীয়া। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন।
এর আগে যাচাই-বাছাই প্রক্রিয়ায় মোঃ জাকির হোসেন প্রধানীয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। আপিল শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
আদালতের রায়ের পর শুক্রবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাকে নির্বাচনী প্রতীক হিসেবে ফুটবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে তার প্রতিদ্বন্দ্বিতার পথ সুগম হলো।
নির্বাচনী প্রতীক পাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকির হোসেন প্রধানীয়া বলেন, ‘আইনি লড়াইয়ের মাধ্যমে সত্যের জয় হয়েছে। আল্লাহর রহমতে ও জনগণের দোয়ায় আমি আজ নির্বাচন করার সুযোগ পেয়েছি। সততা, স্বাস্থ্য-শিক্ষা এবং কর্ম- এই তিন স্তম্ভের উপর আমাদের নির্বাচন। চাঁদপুর-৫ আসনের মানুষের অধিকার, উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠার পক্ষে কাজ করাই আমার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, সাধারণ মানুষ পরিবর্তন চায়। মানুষ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ এবং অপরাজনীতি মুক্ত বাংলাদেশ চায়। আমি এই অপরাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। নির্বাচনে চাঁদপুর-৫ আসনের সকল ভোটারদের কাছে ফুটবল প্রতীকে ভোট এবং দোয়া কামনা করছি। নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
প্রতিবেদক: আশিক বিন রহিম/
২৩ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur