চাঁদপুরে কচুয়ায় গ্রীষ্মকালীন জাতীয় ৪৮তম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে। মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে বৃহস্পতিবার(৬ সেপেটম্বর) বিকেলে কচুয়া উপজেলা পর্যায়ে এ ফাইনাল টুর্নামেন্টে পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় আশেক আলী খান স্কুল এন্ড কলেজকে ১-০ গোলে হারিয়ে কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজের সভাপতিত্বে এ টুর্নামেন্টে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান, ওসি মোঃ আতাউর রহমান ভূইয়া, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জি. ইব্রাহীম খলিল বাদল, গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদ উল্যাহ পাটওয়ারী ও হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়া প্রমুখ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
৬ সেপেটম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur