ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিন ইউনিয়নের গৃদকালিন্দিয়া মৌলভী আইউব আলী খান ফুটবল টুর্নামেন্টের ৬-আসর এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। খেলায় চরমঘুয়ার বটতলা একাদশ ২-০ গোলে দেবীপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
২৭ মার্চ শনিবার বিকালে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে ক্রীড়া মুখি করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিটি উপজেলায় স্টেডিয়াম তৈরিসহ তৃণমূলে খেলোয়াড় তৈরির নানা উদ্যোগ নেয়া হয়েছে। সেই সাথে স্থানীয় ভাবে বিভিন্ন সংগঠন ক্রীড়ানুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রতিভা বিকাশে ভুমিকা রাখছে। মৌলভী আইউব আলী খান সমাজ কল্যাণ পরিষদ সেই রকম একটি সংগঠন। আজকের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজৃনের মাধ্যমে তারা এই এলাকার যুব সমাজকে ক্রীড়ামুখি করতে এগিয়ে নিয়ে চলছে।
তিনি আরো বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, শুধু উন্নয়ন নয় ক্রীড়াসহ সকল বিভাগেই আমাদের বিশ^সেরা হতে হবে। আশা করছি যুব সমাজ সেই লক্ষ্যে নিজেদেরকে আরো শানিত করবে।
মৌলভী আইউব আলী খান ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক শরীফ হোসেন খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা আওয়ামীলীগ নেতা জি এম তাবাচ্চুম, রফিকুল ইসলাম পাটওয়ারী, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ।
এছাড়া টুর্নামেন্ট কমিটির নেতৃবৃন্দসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন।
প্রতিবেদক:শিমুল হাছান,২৭ মার্চ ২০২১