চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে ফুটবল খেলাকে কেন্দ্র করে সোমবার (১০ জুলাই) বিকেলে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় হাসপাতালে থাকা রোগীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষকারী কিশোররা পালিয়ে যায়। এ জন্য পুলিশ কাউকেই আটক করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে শহরের পাল পাড়া, গুনরাজদী বকুল তলা ও কোড়ালিয়া এলাকার ১৩ থেকে ১৬-১৭ বয়সী কিশোররা সরকারি হাসপাতালের সামনে এবং জরুরী বিভাগের ভিতরে দু’গ্রুপ সংর্ঘষ সৃষ্টি করে। এ ঘটনার কথা চাঁদপুর মডেল থানা পুলিশকে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে আসলে সংঘর্ষকারী কিশোররা পালিয়ে যায়। এমনকি সংর্ঘষে যারা আহত হয়েছে তারা চিকিৎসাসেবা না নিয়ে পালিয়ে যায়।
ক’জন কিশোর জানায়, রোববার (৯ জুলাই) চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গুররাজদী এলাকার সুশান পাটওয়ারী ও জামতলার আরিফ হোসেনের সাথে ফুটবল খেলা নিয়ে বাকবির্তন্ডা হয়। তারই সুত্র ধরে সোমবার বিকেলে প্রথমে হাসান আলী মাঠে তারা একজন অপর জনকে আঘাত করে। উভয়ে উভয়ের আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসার পর তাদের দু’পক্ষের সহপাঠীরা হাসপাতালে গিয়ে এ সংর্ঘষের ঘটনা ঘটায়।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) প্রহলাদ রায় জানায়, ‘সংর্ঘষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সকলে পালিয়ে যায়। এজন্য আমরা কাউকেই আটক করতে পারিনি। তবে আমরা তাদেরকে আটকের চেষ্টায় আছি।’
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্যাহ অলি জানায়, ‘শুনেছি স্কুলের ক’জন ছাত্র বই নিয়ে হাতাহাতি করেছে। আসলে তেমন কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি।’
প্রতিবেদক : কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ০৯ : ৩৩ পিএম, ১০ জুলাই ২০১৭, সোমবার
এইউ