বিনোদন

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (ইস্ট)-এ সেরা অভিনেত্রী জয়া

জয়া-ময় হয়ে উঠল ‘জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (পূর্ব) ২০১৮’-এর অনুষ্ঠান। ‘বিসর্জন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য জনপ্রিয় ক্যাটাগরিতেই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান। শনিবার সন্ধ্যায় কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে জয়ার হাতে এই পুরস্কার তুলে দেন পরিচালক সুজয় ঘোষ। এসময় হাতহালি দিয়ে তাকে অভিনন্দন জানানো হয়।

সমালোচক ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইশা শাহ, তাঁর ‘প্রজাপতি বিস্কুট’ ছবিতে অভিনয়ের জন্য। যদিও এই ক্যাটাগরিতেও মনোনীত হয়েছিলেন জয়া আহসান।

‘ময়ুরাক্ষী’ ছবির জন্য সেরা অভিনেতার (সমালোচক ক্যাটাগরি) পুরস্কার পেয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অন্যদিকে ওই একই ছবিতে অভিনয়ের জন্য জনপ্রিয় ক্যাট্যাগরিতে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হাঁটু গেড়ে প্রসেনজিতের হাতে পুরস্কার তুলে দেন পরিচালক সুজয় ঘোষ। ‘সেরা ছবি’র পুরস্কার পেয়েছে কৌশিক গাঙ্গুলীর ছবি ‘বিসর্জন’। ছবিটিতে জয়া আহসানের পাশাপাশি অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি, কৌশিক গাঙ্গুলীসহ অন্যরা।
এবারের জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (পূর্ব)-এ বিসর্জন ছবিটি ১৪টি মনোনয়ন পায়। এরমধ্যে ৬টি বিভাগে পুরস্কার জিতেছে। এরমধ্যে সেরা সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন কৌশিক গাঙ্গুলী।এই ছবিতে ‘সেরা কাহিনী’র পুরস্কার-ও পেয়েছেন কৌশিক গাঙ্গুলী। ‘বিসর্জন’ ছবিতে সেরা শব্দগ্রাহকের পুরস্কার পেয়েছেন অনির্বান সেনগুপ্ত।

পরিচালক হিসেবে সেরা আত্মপ্রকাশ (বেস্ট ডেব্যু) ‘সহজ পাঠের গপ্পো’ ছবির জন্য ‘সেরা পরিচালক’এর পুরস্কার পেয়েছেন পরিচালক মানস কুমুল পাল। অভিনেত্রী হিসেবে সেরা আত্মপ্রকাশ (বেস্ট ডেব্যু) পুরস্কার পেয়েছেন রুক্মিনী মৈত্র। ‘ককপিট’ ও ‘চ্যাম্প’ ছবির জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। অভিনেতা হিসেবে সেরা আত্মপ্রকাশ (বেস্ট ডেব্যু) পুরস্কার পেয়েছে দুই কিশোর অভিনেতা নুর ইসলাম ও সামিউর আলম। ‘সহজ পাঠের গপ্পো’ ছবিতে অভিনয়ের জন্য তারা এই পুরস্কার পেয়েছে।

‘ময়ুরাক্ষী’ ছবির আবহসঙ্গীতের জন্য পুরস্কার পেয়েছেন দেবজ্যোতি মিশ্র। ওই বিভাগেই অন্যদের সঙ্গে মনোনীত হয়েছিলেন চিরকুট ব্যান্ডের পাভেল আরীন।
‘পোস্ত’ ছবিতে ‘কেন এরকম কিছু হল না’ গানটির জন্য বেস্ট প্লেব্যাক সিঙ্গার (মেল) পুরস্কার পেয়েছেন নচিকেতা চক্রবর্তী।
অন্যদিকে ‘প্রজাপতি বিস্কুট’ এ ‘তোমাকে বুঝিনা প্রিয়’ গানটির জন্য বেস্ট প্লেব্যাক সিঙ্গার (ফিমেল)-এর পুরস্কার পেয়েছেন চন্দ্রানী ব্যানার্জি। এই বিভাগে অন্যদের সাথে মনোনীত হয়েছিলেন শিল্পী শারমিন সুলতানা সুমি (মোস্তাফা সরোয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবির ‘আহারে জীবন’ গানটির জন্য)।
‘প্রজাপতি বিস্কুট’ ছবিতে সঙ্গীতের জন্য সেরা মিউজিক অ্যালবাম পুরস্কার পেয়েছেন অনিন্দ চ্যাটার্জি, অনুপম রায়, শান্তনু মৈত্র ও প্রসেনজিৎ মুখার্জি।
প্রজাপতি বিস্কুট’এ বেস্ট সিনেমাটোগ্রাফি’এর পুরস্কার পেয়েছেন সুপ্রিয় দত্ত। যদিও এই বিভাগে অন্যদের সঙ্গে মনোনীত হয়েছিলেন বাংলাদেশের শেখ রাজিবুল ইসলাম-ও।
‘সহজ পাঠের গপ্পো’ ছবিতে বেস্ট এডিটিং’এর পুরস্কার উঠেছে সুজয় দত্ত রায় ও অনির্বান মাইতি’এর হাতে। ‘মাছের ঝোল’ ছবিতে ‘সেরা সংলাপ’এর পুরস্কার পেয়েছেন প্রতীম ডি. গুপ্তা। ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার পেয়েছেন অভিনেত্রী সাবিত্রি চ্যাটার্জি ও মৃণাল সেন।

এবারের ‘জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (পূর্ব) ২০১৮’এ ২৫টি ক্যাটাগরিতে প্রায় শতাধিক ছবি মনোনীত হয়। জনপ্রিয় ক্যাটাগরিতে পুরস্কার ছিল ১০টি, এছাড়াও সমালোচক, প্রযুক্তিসহ অন্য বিভাগগুলিও ছিল। গোটা অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অভিনেতা আবীর চ্যাটার্জি ও পরমব্রত চট্টোপাধ্যায়। পুরস্কার প্রদানের পাশাপাশি বিভিন্ন শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
(এমটি নিউজ)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ১৫ পি.এম, ১৮ ফেব্রুয়ারি২০১৮, রোববার
এএস.

Share