Home / চাঁদপুর / ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
গণহত্যার

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

ফিলিস্তিনের গাজার জনগণের উপর দখলদার ইসরায়েলের নির্বিচারে হামলা ও গণহত্যার প্রতিবাদে ফরিদগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এসময় উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের আহবায়ক আলামিন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবদলের সভাপতি মোঃ ইমাম হোসেন পাটোয়ারী।
এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনী নিরিহ জনগণের উপর দখলদার ইসরায়েলের বর্বোরচিত হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না।, তাদের এই হত্যাযঞ্জ বিশ্বমানবতাকে ভুলুণ্ঠিত করেছে। বিশ্ব মানবতা এই অসহায় ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ায় নাই। অনতিবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। ইসরায়েলের দোসর আমেরিকা এই হত্যাযজ্ঞের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। বিশ্ব মুসলিম নেতাদের বলবো সবাই ইসরায়েলের সাথে সব ধরনের ব্যাবসা বানিজ্য এবং লেনদেন বন্ধ করুন।

এসময় ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ীদের অনুরোধ করে বলেন, ইসরাইল সকল পন্য বিক্রি বন্ধ করুন। আপনারা স্ব -স্ব ইচ্ছায় সকল ধরনের পন্য সরিয়ে ফেলবেন।

এসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু, উপজেলা ছাত্রদলের সদস্য মনির হোসেন রুবেল, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ছাত্রদলের সভাপতির মিরাজ হোসেন, রূপসা উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাজু হোসেন, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতির ফজলে রাব্বী, উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াদ হোসেন রিদু, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু, পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সভাপতির মনির হোসেন, ফরিদগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা আকাশ ও মানিকসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

প্রতিবেদক: শিমুল হাছান, ৮ এপ্রিল ২০২৫