ফিলিস্তিনের গাজার জনগণের উপর দখলদার ইসরায়েলের নির্বিচারে হামলা ও গণহত্যার প্রতিবাদে চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।৭ এপ্রিল সোমবার বিকাল ৫টায় স্থানীয় বায়তুল আমিন আল্লাহু চত্তরে এক বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিলের আয়োজন করে দলটি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী ও চাঁদপুর-৩ সংসদীয় আসনের জামায়াতের এমপি প্রার্থী অ্যাড. মোঃ শাহজাহান মিয়া। শহর জামায়াতের সভাপতি অ্যাড. মোঃ শাহজাহান খানের সভাপতিত্বে এবং সেক্রেটারী শেখ মোঃ বেলায়েত হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, ইসলামী ছাত্র শিবিরের চাঁদপুর শহর সভাপতি মোঃ মহরম আলী, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী প্রমূখ।
এসময় জেলা জামায়াতের সেক্রেটারী বলেন, “ফিলিস্তিনী নিরিহ জনগণের উপর দখলদার ইসরায়েলের বর্বোরচিত হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না।, তাদের এই হত্যাযঞ্জ বিশ্বমানবতাকে ভুলুণ্ঠিত করেছে। বিশ্ব মানবতা এই অসহায় ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ায় নাই। অনতিবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। ইসরায়েলের দোসর আমেরিকা এই হত্যাযজ্ঞের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। বিশ্ব মুসলিম নেতাদের বলবো সবাই ইসরায়েলের সাথে সব ধরনের ব্যাবসা বানিজ্য এবং লেনদেন বন্ধ করুন।
সমাবেশ শেষে একটি বিশাল মিছিল শহরের বায়তুল আমিন শপথ চত্তর থেকে শুরু হয়ে নতুন বাজার মোড়ে গিয়ে শেষ হয়। উক্ত মিছিলের শহরের আপামন মানুষের উপস্থিতি ছিলো লক্ষনীয়। গণমানুষের স্বত্বস্ফুর্ত অংশগ্রহণে পুরো শহর প্রকম্পিত হয়ে উঠে।
স্টাফ রিপোর্টার, ৭ এপ্রিল ২০২৫