ফিলিস্তিনের উত্তর গাজার বেইত লাহিয়ায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় আরও ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কথা জানিয়েছে গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিস।
রোববার ২০ অক্টোবর সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল-হাইয়া জানিয়েছেন,উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরাইলি হামলার পর শনিবার ১৯ অক্টোবর সন্ধ্যায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন।
তিনি আরও বলেন,দখলদার ইসরাইল উত্তর গাজায় আমাদের জনগণকে বাস্তুচ্যুত করার জন্য অভিযান চালাচ্ছে। ইসরাইলি বাহিনী উত্তর গাজার আল-আওদা এবং কামাল আদওয়ান হাসপাতালকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
এদিকে হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর হামাস বলেছে, গাজায় যদি আগ্রাসন বন্ধ না হয়, ইসরাইলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার না করা হয় এবং ইসরাইলে বন্দি ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দেয়া হয় তাহলে ইসরাইলি বন্দিদের মুক্তি দেয়া হবে না।
উল্লেখ্য,গাজায় ২০২৩ সালে ৭ অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় কমপক্ষে ৪২ হাজার ৫শ ১৯ জন নিহত এবং ৯৯ হাজার ৬শ ৩৭ জন আহত হয়েছেন।
চাঁদপুর টাইমস রিপোর্ট
২০ অক্টোবর ২০২৪
এজি