আমরা জানি ফিটকিরি শুধু পানি পরিষ্কার করার কাজে ব্যবহার হয়ে থাকে। কিন্তু জেনে অবাক হবেন শুধু পানি পরিষ্কারই নয় ফিটকিরির রয়েছে আরও অনেক ব্যবহার ও উপকারিতা৷
জেনে নিন ফিটকিরির কিছু ব্যবহার:
ত্বকের ব্রণের ওপর ফিটকিরি ঘষে নিন৷ ব্রণ দ্রুত শুকিয়ে যাবে
পানিতে ফিটকিরি মিশিয়ে কুলকুচি করলে মুখের জীবাণু ও দুর্গন্ধ দূর করে
মুখের ভেতরে ঘা হয়েছে৷ কিছুই খেতে পারছেন না৷ ঘা-এর জায়গায় ফিটকিরি লাগান৷ প্রথমে একটু জ্বালা করবে৷ কিন্তু মুখের ঘা তাড়াতাড়ি শুকাবে।
তবে ফিটকিরি লাগিয়ে মুখের লালা গিলে ফেলবেন না
ত্বকে বয়সের ছাপ পড়ছে? আর চিন্তা নেই। রাতে ফিটকিরি ঘষে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন
উকুন তাড়াতে ফিটকিরি গুঁড়ার সঙ্গে পানি মিশিয়ে মাথার তালুতে ম্যাসাজ করুন৷ তারপর শ্যাম্পু করে ধুয়ে নিলেই উকুন দূর হবে
পায়ে শিরায় টান পড়লে ফিটকারির গুঁড়া, হলুদ এবং পানি দিয়ে পেস্ট বানান। ব্যথা হলে সেখানে লাগান।
বার্তাকক্ষ, ২৫ মার্চ, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur