Home / সারাদেশ / ফায়ার কর্মীদের প্রশিক্ষণে মার্কিন সেনা
Fire service station-1

ফায়ার কর্মীদের প্রশিক্ষণে মার্কিন সেনা

পেশাগত কাজের মান উন্নয়নে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনারা। ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, ‘বন্ধুত্বপূর্ণ অংশীদারত্বের মাধ্যমে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই মার্কিন দূতাবাস এ ধরনের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে।’

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরো জানানো হয়, মার্কিন দূতাবাসের সিভিল মিলিটারি সাপোর্ট এলিমেন্টের (সিএমএসই) উদ্যোগে রাজশাহীতে চার দিনব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি প্রশিক্ষণ শেষে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীদেরকে সনদ দেয়া হয়।

জানা যায়,এ প্রশিক্ষণে এমন সব কলাকৌশল শেখানো হয় যাতে,দুর্যোগকালীন পরিস্থিতিতে স্বল্প সময়ে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধার করা যায়। এ ছাড়া যারা প্রশিক্ষণে অংশ নিয়েছেন তাদের প্রত্যেককে স্থানীয়ভাবে সরবরাহকৃত প্রাথমিক চিকিৎসার সামগ্রীও দেয়া হয়।

২০১৪ সালে বাংলাদেশে এ প্রোগ্রামটি শুরু হয়। এর পর থেকে ৬০০ জনকে মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ দিয়েছে মার্কিন দূতাবাস। এ মাস্টার ট্রেইনাররা সারাদেশের ফায়ার কর্মীদের প্রশিক্ষণ ছড়িয়ে দিতে সক্ষম বলে জানিয়েছেন অনুষ্ঠানের মূল প্রশিক্ষক আমেরিকান সেনাবাহিনীর ক্যাপ্টেন চার্লস রায়ান সিলভেরিয়া।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবদুর রশিদ জানান,ফায়ার সার্ভিসে এ প্রথম এ ধরনের উন্নত প্রশিক্ষণ দেয়া হল । এর ফলে সংশ্লিষ্ট কর্মীরা যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে সর্বোচ্চ সেবা দিতে পারবে। যার সুফল পাবে জনগণ।

ঢাকা ব্রুরো চীফ , ২৬ ফেব্রুয়ারি ২০২১