চাঁদপুরের হাইমচর উপজেলার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফারুক-ই আজম (রা.) আদর্শ দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, ‘পরীক্ষায় এ’ প্লাস পাওয়ার সাথে সাথে তোমার স্বাস্থ্য দায়িত্ব, কর্তব্য সময়ানুবর্তিতা, নিয়ম – শৃংখলা, আমল-আখলাকসহ সকল ক্ষেত্রে এ’ প্লাস অর্জন করতে হবে। তাহলেই তোমরা দুনিয়া ও আখেরাতের সফল হবে।’
মাদ্রাসার সুপার মাওলানা এ কে এম ওয়ালি উল্লাহ’র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. রেজাউল করিমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, মাও. মো. নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেমে দ্বীন মাদরসার ম্যানেজিং কমিটির সদস্য মাও. মো. আ. হক, মাদরসারা প্রতিষ্ঠাতা সদস্য মাও. শাহ মো. আলি আকবর, মাদরাসার পিটি এ কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম জমাদার। বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক মো. কামরুল হাসান মাল, মাও. মো. মহিউদ্দিন, মো. আ. সালামপ্রমুখ। পরিক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য রাখেন মো. মতিউর রহমান সানজিদ। অধ্যায়ন রত ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন, দাখিল ১০ম শ্রেণির ছাত্র মো. আরিফুল ইসলাম।
আলোচনা শেষে পরিক্ষার্থীদের পরিক্ষায় সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. মো. আ. হক।
বিএম ইসমাইল
।। আপডটে, বাংলাদশে সময় ১১ : ৫৬ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭ সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur