লিগ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ৭০ রানে হারিয়ে টি-২০ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আজ রোববার(১০ জুন) দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এশিয়া কাপে সালমা খাতুন-রুমানা আহমেদের স্বপ্নযাত্রা আজ পূর্ণতা পেতে পারে। ভারতকে হারালেই শিরোপা জয়ের গৌরব অর্জন করবে বাংলাদেশ। যদিও এজন্য কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিতে হবে সালমা বাহিনীকে। কারণ লিগ পর্বে বাংলাদেশের কাছে হারলেও ভারত টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল ভারত।
এবারে প্রথম ম্যাচে হোঁচটের পরই রুখে দাঁড়ায় বাংলার মেয়েরা। পরের ম্যাচেই শক্তিশালী পাকিস্তানকে বধ করে শামিমা-নিজার সুলতানারা। এরপর আরেক শক্তিশালী ভারতকে ৭ উইকেটে উড়িয়ে দেয় তারা। পরেরদিন নিজেদের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে পাত্তাই দেয়নি সালমা-নাহিদারা। সর্বশেষ শনিবার স্বাগতিকদের হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে বাংলাদেশ।
আজ বাংলাদেশ জিতলে ইতিহাস হবে। প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টের কাপ ঘরে তুলবে তারা। বাংলার কোটি সমর্থক আজ অবশ্য সেটাই চাইবে। হোক না আজ একটা ইতিহাস। বিশ্ব জানুক আমরাও পারি।
নিউজ ডেস্ক :
আপডেট, বাংলাদেশ সময়১০:৫০ এ.এম, ১০ জুন২০১৮,রোববার
কে.এইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur