সেনগাঁও বালিকা উবিতে ফল উৎসব পালন

চাঁদপুর সদরের সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে চলতি মৌসমে ফল উৎসব ২০২৩ উদযাপন করা হয়। বেলা ১১ টায় এতে প্রধান অতিথি হিসেব এ উৎসবের উদ্ভোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.কামাল হোসেন।

প্রধানশিক্ষক মো.আবদুল আজিজের সভাপতিত্বে ও শিক্ষক আবদুল গনি’র সঞ্চালনে আমাদের দেশীয় ফল-ফলাদির উপকারিতা,ফল উৎসবের মূল লক্ষ্য ও উদেশ্য, ফলে গাছ রোপনের প্রয়োজনীয়তা বিষয়ে প্রধান অতিথিসহ শিক্ষকগণ ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
শিক্ষকগণের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক আবদুল করিম , মাও.আবদুল হান্নান ও প্রাক্তন ছাত্রী শানজিদা আফরিন ও মাহমুদা আক্তার ।

বক্তাগণ বলেন, চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী ফল আম,আনারস, কমলা, কাঁঠাল, জাম, লিচু, আনারস, বেল, জাম, কলা, পেঁয়ারা, কুল,তরমুজ, আমড়া, পেঁপে, ডালিম ইত্যাদি।

এ সময় বাজারে আসতে থাকে নানা জাতের ফল। বর্তমান সময় শিক্ষার্থীরা বিভিন্ন দেশীয় ফল দেখে এবং নিজ নিজ বাড়িতেও অনেক ফল উৎপন্ন হয় । কিস্তু অনেকেরই নাম জানা নেই ফলের। তাই প্রতিবছর এ ফলের সাথে তাদের পরিচয় করে দিতে এ উৎসবের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা বাড়ি থেকে বিভিন্ন ফল সংগ্রহ করে স্কুলে সাজিয়ে রাখে। এতে তাদের ভেতরে একধরনের আনন্দ অনুভব হয়।

এ ছাড়াও কোন ফলের কোন গুণাগুণ তা শিক্ষার্থী জানা উচিৎ। প্রতিবছরই নিজ নিজ বাড়িতে ফলেরগাছ লাগানো দরকার | তাই অজোপারাগায়েঁর বিদ্যাপীঠ সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ফল উৎসবের আয়োজন করা হয় । ৬ষ্ঠ হতে ১০ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীগণ প্রায় ৩০ রকমের ফলের প্রদর্শন করে।

প্রসঙ্গত , চাঁদপুর সদরে এ উৎসব এটাই প্রথম বলে অনেকে মতামত দিযেছেন ।

আবদুল গনি
২৩ মে ২০২৩

Share