Home / চাঁদপুর / সেনগাঁও বালিকা উবিতে ফল উৎসব পালন
ফল

সেনগাঁও বালিকা উবিতে ফল উৎসব পালন

চাঁদপুর সদরের সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে চলতি মৌসমে ফল উৎসব ২০২৩ উদযাপন করা হয়। বেলা ১১ টায় এতে প্রধান অতিথি হিসেব এ উৎসবের উদ্ভোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.কামাল হোসেন।

প্রধানশিক্ষক মো.আবদুল আজিজের সভাপতিত্বে ও শিক্ষক আবদুল গনি’র সঞ্চালনে আমাদের দেশীয় ফল-ফলাদির উপকারিতা,ফল উৎসবের মূল লক্ষ্য ও উদেশ্য, ফলে গাছ রোপনের প্রয়োজনীয়তা বিষয়ে প্রধান অতিথিসহ শিক্ষকগণ ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
শিক্ষকগণের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক আবদুল করিম , মাও.আবদুল হান্নান ও প্রাক্তন ছাত্রী শানজিদা আফরিন ও মাহমুদা আক্তার ।

বক্তাগণ বলেন, চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী ফল আম,আনারস, কমলা, কাঁঠাল, জাম, লিচু, আনারস, বেল, জাম, কলা, পেঁয়ারা, কুল,তরমুজ, আমড়া, পেঁপে, ডালিম ইত্যাদি।

এ সময় বাজারে আসতে থাকে নানা জাতের ফল। বর্তমান সময় শিক্ষার্থীরা বিভিন্ন দেশীয় ফল দেখে এবং নিজ নিজ বাড়িতেও অনেক ফল উৎপন্ন হয় । কিস্তু অনেকেরই নাম জানা নেই ফলের। তাই প্রতিবছর এ ফলের সাথে তাদের পরিচয় করে দিতে এ উৎসবের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা বাড়ি থেকে বিভিন্ন ফল সংগ্রহ করে স্কুলে সাজিয়ে রাখে। এতে তাদের ভেতরে একধরনের আনন্দ অনুভব হয়।

এ ছাড়াও কোন ফলের কোন গুণাগুণ তা শিক্ষার্থী জানা উচিৎ। প্রতিবছরই নিজ নিজ বাড়িতে ফলেরগাছ লাগানো দরকার | তাই অজোপারাগায়েঁর বিদ্যাপীঠ সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ফল উৎসবের আয়োজন করা হয় । ৬ষ্ঠ হতে ১০ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীগণ প্রায় ৩০ রকমের ফলের প্রদর্শন করে।

প্রসঙ্গত , চাঁদপুর সদরে এ উৎসব এটাই প্রথম বলে অনেকে মতামত দিযেছেন ।

আবদুল গনি
২৩ মে ২০২৩