দাওরায়ে হাদিসের কেন্দ্রিয় পরীক্ষার ফল প্রকাশ

কওমি মাদ্রাসাগুলোর সম্মিলিত শিক্ষাবোর্ড আল-হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) ১৪৪৬ হিজরী শিক্ষাবর্ষের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে পাসের হার ৮৫.৪৮ % ।

বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। বোর্ডের চেয়ারম্যান মাও.মাহমুদুল হাসান ফলাফল ঘোষণা করেন। এ সময় পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ,পরীক্ষা উপকমিটির সদস্য এবং নিরীক্ষকরা উপস্থিত ছিলেন।

সংস্থাটির অফিস ব্যবস্থাপক মু.অছিউর রহমান জানান,এ বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ৩২ হাজার ৭শ ১৪ জন, ছাত্র ১৭ হাজার ৭শ ৪৩ জন;ছাত্রী ১৪ হাজার ৯শ ৭২ জন। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২৭ হাজার ৯শ ৬৩ জন,অনুত্তীর্ণ ৪ হাজার ৭শ ৫১ জন এবং অনুপস্থিত ৭শ ৩৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৫ হাজার ৯শ ৪৮ জন এবং ছাত্রী ১২ হাজার ১৫ জন।

প্রকাশিত ফলাফলে জানা যায়,এ বছর পাসের হার ছাত্র ৮৯.৮৯%, ছাত্রী ৮০.২৫%। গড় পাসের হার ৮৫.৪৮%। মুমতায (স্টার মার্ক) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ১ হাজার ২শ ৯৫ জন এবং ছাত্রী ১শ ১৬ জন। জায়্যিদ জিদ্দান (১ম বিভাগে) উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪ হাজান ৩শ ৯৯ জন,ছাত্রী ১ হাজার ৬শ ১৮ জন।

জায়্যিদ (২য় বিভাগে) উত্তীর্ণ হয়েছে ছাত্র ৬ হাজার ৯শ ৭ জন, ছাত্রী ৫ হাজার ৭শ ৮০ জন এবং মকবুল (৩য় বিভাগে) উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩ হাজার ৩শ ৪৭ জন, ছাত্রী ৪ হাজার ৫শ ১ জন। পরীক্ষা বাতিল করা হয় ১২ জনের।

পরীক্ষা প্রবিধি অনুসারে ছাত্র ও ছাত্রী মেধাক্রম পৃথক করা হয়েছে এবং ছাত্র ও ছাত্রী প্রতি ৫শ (পাঁচশত) জনের বিপরীতে ১ জনকে মেধা তালিকায় নেয়া হয়েছে। সে হিসেবে ছাত্র ৩৫তম এবং ছাত্রী ৩০তম পর্যন্ত মেধা তালিকায় স্থান পেয়েছে।

৫ এপ্রিল ২০২৫
এজি

Share