এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে কাল
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল কাল ১০ জুলাই প্রকাশ হচ্ছে । ৭ জুলাই সকালে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার সাধারণ ৯ টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ৯০ হাজার ১শ ৪২ জন।
মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে অংশ নেন ২ লাখ ৯৪ হাজার ৭ শ ২৬ জন। কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩ শ ১৩ জন। প্রতি বছর এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১৫ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করতে হবে।
যেভাবে ফল পাওয়া যাবে :
ফলাফল প্রকাশের দিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন। এছাড়া নির্ধারিত ফরম্যাটে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে ।
প্রাপ্ত তথ্য মতে -হাজীগঞ্জে ১৪ টি কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ৪ হাজার ৭শ ৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা শুরু হয়।
২০২৫ শিক্ষাবর্ষে চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী কেন্দ্র ১৪ টি অংশ নেয় । শাহরাস্তিতে ৯টি কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ৩ হাজার ৯শ ২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
২০২৫ শিক্ষাবর্ষে শাহরাস্তিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষায় ৩ হাজার ৯ শ ২৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। কেন্দ্র ৯ টি। এদিকে চাঁদপুরে সকল উপজেলা সদরের ৭৭ কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ৩৩ হাজার ৯শ পরীক্ষার্থী অংশ নিয়েছিল।
চাঁদপুরসহ সারাদেশের ন্যায় চাঁদপুরের সকল উপজেলায় গত ১০ এপ্রিল বৃহস্পতিবার এ পরীক্ষা শুরু হয়। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা শুরু হয় । ২০২৫ শিক্ষাবর্ষে চাঁদপুরে ৮ উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষায় ৩৩ হাজার ৯শ ৬৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। কেন্দ্র ৭৭ টি।
৯ জুলাই ২০২৫
এজি