মতলবে ফলদ বৃক্ষ মেলার র‌্যালি ও আলোচনা সভা

মতলব প্রতিনিধি: ‘অর্থ পুষ্টি ও স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’ এ পতিপাদ্য নিয়ে চলতি বছরের ফলদ বৃক্ষ মেলা মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০টায় উদ্বোধন হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গনে তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শহিদুল ইসলাম। উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ ছিদ্দিকীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফতেমা, জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আ’লীগের সহ সভাপতি হুমায়ূন প্রধান, রেজাউল দেওয়ান, জাতীয় পার্টির সভাপতি সংকর রাও নাগ, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী দাস তারা, কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, সহকারী কৃষি কর্মকর্তা লোকমান হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.তাজুল ইসলাম।

এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

About The Author

প্রতিবেদক- পলাশ রায়, মতলব দক্ষিণ
Share