জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার ১২ ডিসেম্বর) এ ফল প্রকাশ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়,এ পরীক্ষায় ১৭০টি কলেজের ১ লাখ ৩০ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থী ২৯টি বিষয়ের পরীক্ষায় অংশ নেন।
প্রকাশিত ফলে ৮৮ হাজার ৪২৯জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৭ দশমিক ৮৪ শতাংশ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) সন্ধ্যা ৭টা থেকে এই ফলাফল পাওয়া যাবে।
উল্লেখ্য, মাস্টার্স শেষ পর্বের লিখিত পরীক্ষা গত ২৯ সেপ্টেম্বর শেষ হয়। আর মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হয় গত ৪ নভেম্বর।
বার্তা কক্ষ ,১৩ ডিসেম্বর ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur