ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ছাদে সযত্নে ‘চাষ’ করা হচ্ছিল একটি গাঁজার গাছ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের নতুন ভবনের ছয়তলার ছাদে ওই গাছের খোঁজ পায় পুলিশ।
গাছটি পরিচর্যা করার সময় হাসপাতালের দুজন লিফট চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বেলা দুইটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আপডেট: ১০:২০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫, বুধবার
চাঁদপুর টাইমস- ডিএইচ/২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur