বিয়ের দাওয়াত খাওয়া হলো না পাঁচ বছরের শিশু লামিয়ার।তার আগেই ঘাতক ট্রাক কেড়ে নিলো লামিয়ার প্রাণ। দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ১৩ জানুয়ারি সোমবার দুপুরে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের দাওয়াত খাওয়ার জন্য নিহত লামিয়া মা আংকুরী বেগমের সঙ্গে খালার বড়িতে যাচ্ছিলো।এ সময় ফরিদগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাওয়া দ্রুতগামী একটি ট্রাক (নং চট্টমেট্রো-ট ১১-১৯৬৬) লামিয়াকে চাপা দেয়। এতে ঘটনান্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। ঘাতক ট্রাকের চাপায় লামিয়ার মাথা-পেট-বুক থেতলে যায়।
নিহত লামিয়ার দিনমজুর বাবা ইব্রাহিম মিজি বলেন,লামিয়া তার মা আংকুরী বেগমের সঙ্গে তার খালাতো বোনের বিয়েতে যাচ্ছিলো। এ সময় ধানুয়া বাজারে পৌঁছলে দ্রুত গতিতে আসা ট্রাকটি লামিয়কে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব বলেন, এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক:শিমুল হাছান
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur