চাঁদপুর জেলা পরিষদের পক্ষ থেকে ফরিদগঞ্জের ২৮ জন মেধাবী ও অসহায় শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(২০ এপ্রিল) সকালে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসব শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মো. মশিউর রহমান মিটু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শিক্ষাখাতে উন্নয়নের জন্য অত্যান্ত আন্তরিক। যার ফল হচ্ছে জেলা পরিষদের এই আর্থিক অনুদান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী বিএসসির সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মুজিবুর রহমানের পরিচালনায় চেক বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গল্লাক আদর্শ কলেজের ভাইস প্রিন্সিপাল ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলম, গল্লাক নোয়াবআলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ওলামা লীগের সভাপতি মাও. মিজানুর রহমান, শোল্লা স্কুল এন্ড কলেজের সমন্বয়ক মিঠু, রামদাসের বাগ সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক, গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উবারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা স্বোচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, ইউপি সদস্য মুশফিকুর রহমান রাসেল, রিপন,সাবেক যুবলীগ নেতা আজাদ, বুলবুল আহম্মেদ, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম ভুইয়া, জাহাঙ্গীর হোসেন, জুয়েল মজুমদার, যুবলীগ নেতা কামরুল হাছান, আহছান উল্ল্যাহ, পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেদওয়ান আহম্মেদ, আহছান উল্ল্যাহ দর্জি প্রমুখ।
আতাউর রহমান সোহাগ
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৯ পিএম , ২০ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur