আজ হাজীগঞ্জ ও ফরিদগঞ্জের ২৫ টি ইউনিয়ন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ দু’উপজেলার ২৫ ইউনিয়নে ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৭১ জন। কেন্দ্র সংখ্যা ২ শ’ ৩৩ এবং বুথ সংখ্যা ১ হাজার ৩ শ ৭৭ টি।
এর মধ্যে ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের ভোট সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৯ শ ৪ জন, কেন্দ্র সংখ্যা ১শ ৩১ এবং বুথ সংখ্যা ৮ শ ৩২টি। ভোটারদের মধ্যে ১ লাখ ২৯ হাজার ২ শ ১৭ জন পুরুষ এবং ১ লাখ ২৪ হাজার ৭শ ১৭ জন মহিলা।
নির্বাচন কমিশন চাঁদপুরের দেয়া তথ্যমতে, এ দুই উপজেলার ২শ ৩৩ জন প্রিজাইজিং অফিসার, ১ হাজার ৩শ ৭৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২ হাজার ৭শ ৫৪ জন পোলিং অফিসার নিয়োগের কাজ দ্রুত চলছে।
প্রাপ্ত তথ্য মতে, ফরিদগঞ্জের বালুথুবা পশ্চিম ইউনিয়নে ১৮ হাজার ২৩৩জন, বালিথুবা পূর্ব ১৯ হাজার ৮৯১ জন, চরদুঃখিয়া পূর্বে ১৯ হাজার ১২১ জন, চরদুঃখিয়া পশ্চিমে ১৬ হাজার ৬৪৩ জন, গোবিন্দপুর উত্তরে ১৮ হাজার ৪১ জন, গোবিন্দপুর দক্ষিনে ১৯ হাজার ৩৮৯ জন, গুপ্টি পূর্বে ১৬ হাজার ১২৬ জন, গুপ্টি পশ্চিমে ১৫ হাজার ৪২১ জন, পাইকপাড়া উত্তরে ১৮ হাজার ৩৭২ জন, পাইকপাড়া দক্ষিনে ১৭৯৭৫ জন, রূপসা (উঃ) ২২ হাজার ১৪০ জন, রুপসা দক্ষিণ ১৬ হাজার ৪৩১ জন, সুবিদপুর পূর্বে ১৯ হাজার ৩৯৬ জন, সুবিদপুর পশ্চিমে ১৭ হাজার ৭২৫ জন ভোটার আগামী ২৩ এপ্রিল নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে।
হাজীগঞ্জের উপজেলার ১১টি ইউনিয়নের ভোট সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ১ শ ৬৭ জন, কেন্দ্র সংখ্যা ১শ ২ এবং বুথ সংখ্যা ৫ শ ৪৫টি। ভোটার দের মধ্যে ৮৯ হাজার ৩ শ ৪৩ জন পুরুষ এবং ৮৬ হাজার ৮শ ২৪ জন মহিলা। হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নে ভোটার সংখ্যা ১৭ হাজার ১৩৫জন, বাকিলা ১৭ হাজার ৪০৪ জন, কালচোঁ উত্তরে ১১ হাজার ৯০০ জন, কালচোঁ (দঃ) ১৮ হাজার ৬২১ জন, হাজীগঞ্জে ২৫ হাজার ৫৮৯ জন, বড়কুল পূর্বে ১৮ হাজার ১৯৩ জন, বড়কুল পশ্চিমে ১২ হাজার ৮০৮ জন, হাটিলা (পূর্ব) ১৪৭৬৯ জন, গন্ধর্ব্যপুর উত্তরে ১৫ হাজার ৪৮ জন, গন্ধর্ব্যপুর (দঃ) ১৩ হাজার ৮০৯ জন এবং হাটিলা পশ্চিমে ১০ হাজার ৮৯১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার, প্রতি বুথে একজন সহকারী প্রিজাইডিং অফিসার ও দুইজন পোলিং অফিসার ভোট গ্রহনের নিয়োজিত থাকবে।
এ ছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতি কেন্দ্রে ৬ জন পুলিশ ও ১৫ জন আনসার বিজিবি সদস্য, সদস্যা নিয়োগ থাকবে। এ ছাড়াও ভোটের দিন বিজিপি, র্যাব ও স্পেশাল ব্রাঞ্চের আইন শৃঙ্খলা বাহিনী ভ্রাম্যমান টহল প্রদান করছেন।
নির্বাচনকে কেন্দ্র করে দু’উপজেলায় ৯ প্লাটুন বিজিবি ও ৬ প্লাটুন র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসব সদস্যরা দায়িত্ব পালন শুরু করে।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমির আব্দুল্লাহ মো. মঞ্জুরুল করিম জানান, হাজীগঞ্জ উপজেলায় ৪ প্লাটুন বিজিবি ও ৩ প্লাটুন র্যাব এবং ফরিদগঞ্জ উপজেলায় ৫ প্লাটুন বিজিবি ও ৩ প্লাটুন র্যাব নির্বাচনী দায়িত্ব পালন করবে।
তারা বৃহস্পতিবার থেকেই দু’উপজেলায় টহলে দিচ্ছে বলে জানান তিনি।
ফরিদগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নের ৬৫ জন চেয়ারম্যান ১০৭ জন সংরক্ষিত মহিলা মেম্বার ও ৪৮০ জন সাধারণ মেম্বারে আজ ভোটযুদ্ধে লড়বেন।
এদের মধ্যে ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান মো: শফিকুর রহমান পাটওয়ারী(নৌকা), মো: জসিম উদ্দিন স্বপন মিয়া(ধানের শীষ) ও জসিম উদ্দিন(হাতপাখা)। এছাড়া সংরক্ষিত ৩ আসনে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন।
২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে জিএম হাসান তাবাচ্ছুম(নৌকা), মো: ইব্রাহীম(ধানের শীষ), শাহাদাত হোসেন নয়ন(চশমা), হারুন-অর রশিদ(আনারস), মাসুম বিল্লাহ(হাতপাখা)। এছাড়া সংরক্ষিত ৩ আসনে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৪ জন।
৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে মাও. শারাফাত উল্যা(নৌকা), বেলায়েত হোসেন(ধানের শীষ), আবুল হোসেন(আনারস), কবির হোসেন(হাতপাখা)। এছাড়া সংরক্ষিত ৩ আসনে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন।
৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নে স ম জসিম উদ্দিন আনসারী(নৌকা), মহসিন হোসেন(ধানের শীষ), আনোয়ার হোসেন বাবুল চৌধুরী(চশমা), আনোয়ার হোসেন মামুন মুন্সি(আনারস), লোকমান হোসেন (গোলাফ ফুল), কামরুল হাসান (হাতপাখা)। এছাড়া সংরক্ষিত ৩ আসনে ৬জন ও সাধারণ সদস্য পদে ৩১ জন।
৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নে মো: আব্দুল গনি বাবুল পাটওয়ারী(নৌকা), মো: শাহজাহান পাটওয়ারী(ধানের শীষ)। এছাড়া সংরক্ষিত ৩ আসনে ৬ জন ও সাধারণ সদস্য পদে ২৮ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়বেন।।
৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে আবুল কালাম(নৌকা), মোস্তফা কামাল চৌধুরী(ধানের শীষ), নজরুল ইসলাম(হাতপাখা), বুলবুল আহাম্মদ(আসারস), ইকবাল হোসেন(চশমা)। সংরক্ষিত ৩ আসনে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩২ জন।
৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে আলী আক্কাছ ভুঁইয়া(নৌকা), আবু তাহের পাটওয়ারী(ধানের শীষ), মহসিন পাটওয়ারী(মটর সাইকেল), ইব্রাহীম শেখ(হাতপাখা), মহসিন(আনারস), কাজী মো: জহিরুল ইসলাম(চশমা)। এছাড়া সংরক্ষিত ৩ আসনে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন।
৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে মো: শওকত আলী(নৌকা), হুমায়ুন কবির(ধানের শীষ), মোস্তাফিজুর রহমান পাটওয়ারী(আনারস), রমজান আলী খাঁন( চশমা), হেলাল উদ্দিন(হাতপাখা)। সংরক্ষিত ৩ আসনে ৭ জন ও সাধারণ সদস্য পদে ৪৪ জন।
৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে সোহেল চৌধুরী(নৌকা), মাসুদ আলম(ধানের শীষ), আবু তাহের সরকার (আনারস), শাহ আলম গাজী(হাতপাখা)। সংরক্ষিত ৩ আসনে ৯ জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন।
১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে মোহাম্মদ জহিরুল ইসলাম(নৌকা), মোহাম্মদ আব্দুল হান্নান(ধানের শীষ), খাজা আহম্মেদ ভুইয়া(আনারস), বিল্লাল হোসেন বেপারী(হাতপাখা)। সংরক্ষিত ৩ আসনে ৮ জন ও সাধারন সদস্য পদে ৩৫ জন।
১১ নং চরদু:খিয়া পূর্ব ইউনিয়নে তোপাজ্জল হোসেন বাচ্চু(নৌকা), বাছির আহম্মেদ(ধানের শীষ), শাহাদাত হোসেন টেলু(চশমা), হারুনুর রশিদ পাটওয়ারী(আনারস), মোস্তফা কামাল পাটওয়ারী(মটর সাইকেল)। সংরক্ষিত ৩ আসনে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়বেন।
১২ নং চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নে হাসান আব্দুল হাই(নৌকা), হুমায়ুন কবির(ধানের শীষ), মিজানুর রহমান পাটওয়ারী(চশমা), মো: শাহজাহান(আনারস)। সংরক্ষিত ৩ আসনে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন।
১৫নং রূপসা উত্তর ইউনিয়নে ওমর ফারুক (নৌকা), বিল্লাল হোসেন ভুঁইয়া(ধানের শীষ), নাছিরুল হক পাটওয়ারী(হাতপাখা), মাও. মো: ইউনুছ(মটর সাইকেল), নূরের রহমান সুমন(আনারস), ফজলুল কাদের মিলন(চশমা)। সংরক্ষিত ৩ আসনে ৬ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন।
১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নে মো: ইসকান্দার আলী(নৌকা), বিল্লাল হোসেন খাঁন(ধানের শীষ), মো: শফিক উল্যাহ(আনারস), ওহিদুর রহমান(চশমা), ইউসুফ পাটওয়ারী(হাতপাখা), মো: শাহআলম (অটোরিক্সা)। সংরক্ষিত ৩ আসনে ৬ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জনকে প্রতীক বরাদ্ধ দেয় নির্বাচন কমিশন।
এদিকে হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন শেষ পর্যন্ত ৪০ জন চেয়ারম্যান পদে, ৪শ ৯৮ জন সদস্য পদে ও সংরক্ষিত ৭৯ জন নারী সদস্য জন প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন।
১ নং রাজারগাঁও ইউনিয়নে আঃ হাদী(নৌকা),আলী হোসেন(ঘোড়া), গিয়াস উদ্দিন(হাতপাখা),নজরুল ইসলাম( ধানের শীষ),রফিক পাটোয়ারী (আনারস)।
২নং বাকিলা ইউনিয়নে মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী (নৌকা), জামাল উদ্দিন (হাতপাখা), মিজানুর রহমান (ধানের শীষ)।
৩ নং কালোচোঁ ইউনিয়নে জামাল হোসেন (ধানের শীষ), মানিক হোসেন প্রধানিয়া(নৌকা),
৪ নং কালোচোঁ দক্ষিন ইউনিয়নে আবু নসর মিন্টু পাটোয়ারী (নৌকা), আমিন ভূইয়া (ধানের শীষ), গোলাম মোস্তফা স্বপন (ঘোড়া), জিয়াউর রহমান( আনারস), কলিম উল্ল্যা ভূইয়া (চশমা), শাহাদাত হোসেন(হাতপাখা), শাহজাহান সিরাজ(মশাল)।
৫নং সদর ইউনিয়নে মামুনুর রহমান মজুমদার(ধানের শীষ),সফিকুর রহমান(নৌকা),
৬নং বড়কুল ইউনিয়নে আঃ আলী পাটোয়ারী(হাতপাখা), কবির হোসেন (নৌকা), নূর মোহাম্মদ বতু (ধানের শীষ), মোহাম্মদ মাকসুদ হাসান সোহেল(আনারস)।
৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নে মহিউদ্দিন মুন্সী (ধানের শীষ), মনির হোসেন গাজী(নৌকা),
৮নং হাটিলা ইউনিয়নে মজিবুর রহমান(চশমা), জলিলুর রহমান দুলাল মির্জা (আনারস), সোহরাব হোসেন(নৌকা), মনির হোসেন পাটোয়ারী (ধানের শীষ),
৯নং গর্ন্ধবপুর ইউনিয়নে শেখ ফরহাদ হোসেন দুলাল (লাঙ্গল), আলী আকরব শেখ (ধানের শীষ), তোফাজ্জল হোসেন (আনারস), রফিকুল ইসলাম(নৌকা)।
১০নং গর্ন্ধব্যপুর দক্ষিন ইউনিয়নে বিল্লাল হোসেন (ধানের শীষ), গিয়াস উদ্দিন (নৌকা), দুলাল হোসেন(আনারস),
১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে মোঃ মাসুদ আলম (ধানের শীষ),শাখাওয়াত হোসেন (আনারস), নজরুল ইসলাম (হাতপাখা), জাকির হোসেন লিটু(নৌকা)।
অপরদিকে ১১ ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডের মধ্যে ৯৯টি সদস্য পদের বিপরীতে ৪শ ৯৮ জন সদস্য ও ৩৩টি সংরক্ষিত নারী সদস্য পদের বিপরীতে ৭৯জন নারী প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন।
প্রার্থীরা ভোটারদের মন জয়ের পাশাপাশি নির্বাচন কমিশনের আচরণ বিধির দিকে না তাকিয়ে তাদের খেয়াল খুশি মত প্রচারণা চালানোর অভিযোগও ছিলো অনেক।
নির্বাচনী প্রচারণায় বেশির ভাগই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘন করেছেন বলে দলীয় প্রার্থীরা অভিযোগ করেছেন।
এছাড়া বিদ্রোহী প্রার্থীদের পাশাপাশি বিএনপি ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরাও আচরন বিধি লঙ্ঘন থেকে পিছিয়ে নেই । তারাও ইউনিয়নের বিভিন্ন স্থানে পোস্টার আঠা দিয়ে লাগিয়ে রেখেছেন ।
সর্বশেষ প্রচারণা চেয়ারম্যানদের তুলনা ওয়ার্ড সদস্যরাও সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে ব্যস্ত সময় পার করেছেন ।
প্রসঙ্গত, এ নির্বাচনে ২০১৫ সালের নতুন ভোটার তালিকায় যারা অন্তর্ভূক্ত হয়েছেন কিন্তু আইডি কার্ড পাননি তারাও নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত ভোটার তালিকায় যদি তালিকাভুক্ত হয়ে থাকেন তাহলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানা যায়।
: আপডেট ৫:০০ এএম, ২৩ এপ্রিল ২০১৬, শনিবারডিএইচ