Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ-হাজীগঞ্জের ২৫ ইউনিয়নে প্রচারণা শেষ হচ্ছে আজ
ফরিদগঞ্জ-হাজীগঞ্জের ২৫ ইউনিয়নে প্রচারণা শেষ হচ্ছে আজ

ফরিদগঞ্জ-হাজীগঞ্জের ২৫ ইউনিয়নে প্রচারণা শেষ হচ্ছে আজ

আসন্ন হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ বৃহস্পতিবার রাত ১২ টা পর্যন্ত সকল ধরনের প্রচার প্রচারনা শেষ হচ্ছে। এ দু’উপজেলা ২৫ ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল শনিবার সাধারন ভোটাররা তাদের পছন্দনীয় প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ।

সে অপেক্ষা ২৫ ইউনিয়নের চেয়ারম্যান,সংরক্ষিত সদস্য ও সাধারন সদস্যরা ।

এ জন্য কে কার আগে ভোটারদের মন জয় করে নেবেন সে দিকে প্রার্থীরা দিন রাত পরিশ্রম করে চলেছেন ।

প্রার্থীরা ভোটারদের মন জয়ের পাশাপাশি নির্বাচন কমিশনের আচরন বিধির দিকে না তাকিয়ে তাদের খেয়াল খুশি মত প্রচারনা মেতে রয়েছেন । ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশির ভাগই আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা আচরন বিধি লঙ্ঘন করেন । বিদ্রোহী প্রার্থীদের পাশাপাশি বিএনপি ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরাও আচরন বিধি লঙ্ঘন থেকে পিছিয়ে নেই । তারাও ইউনিয়নের বিভিন্ন স্থানে পোস্টার আঠা দিয়ে লাগিয়ে রেখেছেন । চেয়ারম্যানদের তুলনা ওয়ার্ড সদস্যরাও সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে প্রচারনা ব্যস্ত সময় পার করছেন ।

জানা যায়,উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ পর্যন্ত ৪০ জন চেয়ারম্যান পদে, ৪শ ৯৮ জন সদস্য পদে ও সংরক্ষিত ৭৯ জন নারী সদস্য প্রতিদন্দ্বিতা করছেন। গত ৭ এপ্রিল এসব প্রার্থীদের মাঝে উপজেলা নির্বাচন কমিশন প্রতীক বরাদ্ধ করেন ।

প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় চালিয়ে যান । প্রচারনা চালাতে গিয়ে আওয়ামী লীগের কিছু চেয়ারম্যান প্রার্থী দলীয় প্রভাব খাটিয়ে নির্বাচন কমিশনের আচরণবিধিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে তারা তাদের প্রচারনার কাজ চালিয়ে যাচ্ছেন।

আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের থেকে এ দলের বিদ্রোহী প্রার্থীরা বেশির ভাগই আচরণ বিধি লঙ্ঘন করেছেন ।

কয়েকটি ইউনিয়ন ঘুরে এমনটিই দেখা গেলো । এর মধ্যে হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী রফিকুল হক পাটওয়ারীর আনারসের পোস্টার আঠা দিয়ে লাগানো এবং মিছিল নিয়ে প্রচারনার কাজ চালিয়ে গেছেন,

৬নং বড়কুল ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী কবির হোসেন মিজি বুধবার নিজ ইউনিয়নের কাইজাঙ্গা গ্রামে বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠানে জন-সাধারনকে বিভিন্ন প্রতিশ্র“তি দেন, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সোহরাব হোসেন মিয়াজী বহুগুন নির্বাচনের প্রচারনার ক্ষেএে আচরন বিধি লঙ্ঘন করেছেন ।

সে সাথে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারন সদস্যদের সকল ধরনের আচরন বিধি লঙ্ঘনের মধ্যে দিয়ে আজ রাত ১২ টায় ১ মিনিট থেকে সকল প্রচার-প্রচারনা বন্ধ হবে ।

এ জন্য প্রার্থীরা আজ বৃহস্পতিবার রাত ১২ টায় পর্যন্ত কেবল প্রচারণার কাজে মগ্ন থাকবেন । শেষ প্রচারনা প্রার্থীদের কাছে সাধারণ ভোটারদের দাবি যেনো তারা সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোটটি পছন্দের প্রার্থীকে দিতে পারেন সেটাই তাদের প্রত্যাশা।

ফরিদগঞ্জ-হাজীগঞ্জের ২৫ ইউনিয়নে প্রচারণা শেষ হচ্ছে আজ

About The Author

জহিরুল ইসলাম জয়,

: আপডেট ৬:০০ এএম, ২১ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ