ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ফিলিস্তিনে গণহত্যা ও ইসরাইললি পন্য বয়কটের দাবিতে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিছিলটি শেষ হয়।মিছিলে শিক্ষার্থীরা ফিলিস্তিনকে সমর্থন দিয়ে নানা স্লোগান দিতে থাকেন। এসময় ইসরাইলি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, প্রতিবাদের ভাষা হবে সংযত। সংঘাত সৃষ্টি করে প্রতিবাদ করার চেয়ে আমরা ইসরাইল সকল পণ্য বয়কট করব। ইসরাইলের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা জুম্মান পাঠান, আদনান রাকিব, তানজিল গাজী, জুয়েল রানা, সাহেদুল ইসলাম সাহেদ, সাজ্জাদ হোসাইনসহ কলেজ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা।

প্রতিবেদক: শিমুল হাছান, এপ্রিল ২০২৫

Share