বাংলা নববর্ষ-১৪২৪ উদযাপনে সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ফরিদগঞ্জ লেখক ফোরামের উদ্যোগে গ্রামীন খেলাধুলার আয়োজন করা হয়।
খেলার মধ্যে ছিলো কানামাছি, হাঁড়ি ভাঙ্গা, তৈলাক্ত কলা গাছে উঠা ও হা-ডু-ডু প্রতিযোগীতা।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে ফরিদগঞ্জ পৌরসভা মাঠ প্রাঙ্গণে হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে কানা মাছি, হা-ডু-ডু ও তৈলাক্ত কলা গাছে ওঠার প্রতিযোগিতা হয়।
হা-ডু-ডু প্রতিযোগিতায় বিজয়ী হয় খলিলের নেতৃত্বাধীন বি-দল। তৈলাক্ত কলা গাছে উঠে বিজয়ী হয় আমিনুল।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নূরুল ইসলাম ফরহাদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান সোহাগ, সহ সভাপতি ইলিয়াস বকুল, ক্রীড়া ও প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মো. শিমুল হাছান, প্রকাশনা বিষয়ক সম্পাদক শামীম, সহ অর্থ সম্পাদক ইয়াছিন দেওয়ান, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী রিয়াদ হোসেন প্রমুখ।
প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
আপডেট, বাংলাদেশ সময় ৭: ২৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৭, রোববার
ডিএইচ