ফরিদগঞ্জ উপজেলাধীন দক্ষিন ভাটিয়ালপুর শাহসুফী ফকির আহসান উল্লাহ (রহ:) এর ২৯ তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ফকির সাহেবের মাজার সংলগ্ন মাঠে সোমবার অনুষ্ঠিত হয়েছে।
দ্বীনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মাসুদুর রহমানের সভাপতিত্বে হাফেজ মুজিবুল হক আনসারীর পরিচালনায়, প্রধান মেহমান ও দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন, সন্তেষপুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ আব্দুল করিম বিন মুহাম্মদ।
প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন, ফরিদগঞ্জ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতি আনোয়ার মোল্লা।
বিশেষ বক্তা হিসেবে বয়ান রাখেন, মাওলানা মফিজুল ইসলাম আল-কাদেরী কচুয়া চাঁদপুর, তরুন বক্তা হিসেবে বয়ান পেশ করেন, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসা ছাত্র হাফেজ মাওলানা আহসান উল্লাহ চাঁদপুরী।
এ ছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন, পৌরসভা নবাগত কাউন্সিলর জনাব মুজিবুর রহমান পাটওয়ারী, কাউন্সিলর প্রার্থী জনাব আ: গফুর মিয়া।
মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতায় ছিলেন, জনাব মো. শাহজাহান গাজী, ও জনাব সহিদ রাজা ভূঁইয়া।
দেশ এবং জাতির কল্যান কামনায় মুনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।
সানাউল হক, ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট
।। আপডেট : ০৪:১৫ পিএম, ১২ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur