চাঁদপুর সদর

ফরিদগঞ্জ ভাই বন্ধু স্পোটিং ক্লাবকে ০-১ বিজয়ী

আনোয়ারুল হক :

চাঁদপুর ব্যাংক কলোনী ও ফরিদগঞ্জ যুবকদের উদ্যোগে গঠিত ফুটবল টুর্নামেন্ট শুক্রবার বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর আউটার স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় ফরিদগঞ্জ বিষ্ণপুর ভাই বন্ধু স্পোটিং ক্লাবকে হারিয়ে ব্যাংক কলোনী সুপার বয়েজ ক্লাব জয় লাভ করেছে।

চাঁদপুর ব্যাংকলোনী সুপার বয়েজ ক্লাবের খেলোয়াড়গণ হলো রুবেল, অন্তু, ফয়সাল, রবিন, জুয়েল, রনি, ফারুক, সাহিন, নাজির, এমরান, লাল মিয়া ও ফরিদগঞ্জ ভাই-বন্ধু স্পোটিং ক্লাবের খেলোয়াড়গণ হলো আরিফ হোসেন, মনির হোসেন, মিশন, রেজওয়ান, রফিক, মাসুদ, রুবেল, কবির, শাখাওয়াত, শামিম, সোহাগ।

খেলায় প্রথম পর্বে উভয়দলের মধ্যে তীব্র লড়াই হলেও কোনো গোল হয়নি। দ্বিতীয় পর্বে উভয় দলের চরম উত্তেজনার মধ্যে এবং খেলা শেষ হওয়ার ৩ মিনিট পূর্বে ব্যাংক কলোনী সুপার বয়েজ ক্লাবের খোলোয়াড় জুয়েল ফরিদগঞ্জ ভাই বন্ধু স্পোটিং ক্লাবের জালের ভেতর বল প্রবেশ করিয়ে ১টি গোল দেয়।

বাকিসময়ে আর কোনো গোল না হওয়ায় চাঁদপুর ব্যাংক কলোনী সুপার বয়েজ ক্লাব বিজয়ী হয়।

শুক্রবার ০৫ জুন ২০১৫ :  ০৯:৫০

চাঁদপুর টাইমস : এএইচ/ ডিএইচ/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Share