Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া
বিএনপির

ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. হান্নানের নির্দেশনায় এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু দেশের তিনবারের প্রধানমন্ত্রীই নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকারের আন্দোলনে আপোষহীন নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। মানুষের অধিকার, স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তারা আরও বলেন, আজ তিনি অসুস্থ; আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। আল্লাহর দরবারে প্রার্থনা—তিনি যেন সুস্থ হয়ে আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বিকেলে বাদ আছর ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে দোয়া পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. মঞ্জিল হোসেন। পরিচালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, ফারুক আহমেদ খান, আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মফু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু এবং পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী।

আলোচনা শেষে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আনোয়ার মোল্লা মুনাজাত পরিচালনা করেন।

দোয়া ও আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:শিমুল হাছান,
২ ডিসেম্বর ২০২৫