ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে ৬ মোটরসাইকেলকে জরিমানা
চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় মোট ৬টি মোটরসাইকেলের বিভিন্ন অনিয়ম পাওয়া গেলে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সেনাবাহিনীর সঙ্গে সহায়তা করেন ফরিদগঞ্জ থানার ট্রাফিক এসআই মোশাররফ হোসেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ফরিদগঞ্জে অবস্থানরত ওয়ারেন্ট অফিসার সাইফুল ইসলাম বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন ভঙ্গসহ সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং আইনের শাসন সমুন্নত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২০ সেপ্টেম্বর ২০২৫